সচেতন হই, সুরক্ষিত থাকি

আমাদের সর্ম্পকে

Anamika

অনামিকায় আপনাকে স্বাগতম।  

অনামিকা - আমাদের হাতের পাঁচ আঙ্গুলের একটি। একসময় আমাদের এই প্রাচ্যে এই আঙ্গুলের কোন গুরুত্ব দেয়া হতো না … তাই এর নাম দেয়া হয়েছিলো অ-নামিকা,  

যার অর্থ 'কোন নাম নেই যার'। কিন্তু সময়ের পরিক্রমায় এই আঙ্গুলটি বিশেষ গুরুত্ব অর্জন করে। একে এখন রীতিমতো তারকা-আঙুল বলা যেতে পারে। অনেকেই বিশ্বাস  

করেন এই আঙুলটির সাথে হৃদয়ের সরাসরি যোগ আছে। আর তাই, বিয়ের সময় আংটি এই আঙুলেই পরানো হয়… তৈরি হয় জীবনের সাথে একটি গভীর সম্পর্ক।  

গুরুত্ব অনুধাবনে এবং অর্থের প্রাসঙ্গিকতায় আমরা এই পেইজের নাম দিয়েছি 'অনামিকা'। অনামিকা এমন একটি প্লাটফর্ম যা আপনার সামগ্রিক জীবনযাপনে ইতিবাচক প্রভাব তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।  

 

প্রতিটি মানুষ সমান হয়ে জন্মগ্রহন করলেও পারিপার্শ্বিক অবস্থার কারনে মানুষের ভাগ্য একেক দিকে মোড় নিতে থাকে। হাতের ৫ আংগুল যেমন সমান হয় না, তেমনি আর্থিক, সামাজিক ও ব্যাক্তিগত জীবনে সবাই সমান সুজোগ পায় না। অনামিকা বা Ring Finger যেমন অন্য আংগুল গুলোর মাঝে লুকিয়ে থাকে, তেমনিভাবে লুকিয়ে থাকা সকল অনামিকার জন্য আমাদের এই প্রয়াস।  

 

আমাদের প্লাটফর্ম থেকে আপনি যা যা পাবেনঃ 

  

🌟 মানসিক স্বাস্থ্য সহায়তা, যৌন ও প্রজনন স্বাস্থ্য (SRH), আইনি সহায়তা এবং মানবাধিকার সম্পর্কিত তথ্যসেবা। 

🌟 এইচআইভি/এইডস সম্পর্কে সঠিক এবং আপ-টু-ডেট তথ্য, প্রতিরোধের কৌশল, চিকিৎসার ইত্যাদি বিষয়ে সেবা ও তথ্য।  

🌟 ঝুঁকি মূল্যায়ন এবং আপনার থাকতে পারে এমন উচ্চ ঝুঁকিপূর্ণ আচরণ খুঁজে পেতে সহায়তা প্রদান।  

🌟 এইচআইভি/এইডস আক্রান্ত ব্যক্তিদের, তাদের পরিবার এবং প্রিয়জনদের করনিয়, অভিজ্ঞতা শেয়ার ও উৎসাহ প্রদান করার জন্য জন্য একটি নিরাপদ স্থান তৈরী করা। 

🌟 সচেতনতা সৃষ্টি করা ও প্রচার প্রচারনার মাধ্যমে স্টেরিওটাইপকে চ্যালেঞ্জ করা এবং সমতা ও অন্তর্ভুক্তির জন্য কাজ করা। 

🌟 বিশেষজ্ঞের পরামর্শ, সরকারি বেসরকারি স্বাস্থ সেবা এবং প্রাসঙ্গিক সকল তথ্য সরবরাহ ও প্রফোশনাল ব্যাক্তি, সংস্থা এবং বিশেষজ্ঞদের মাধ্যমে সেবা প্রপ্তি নিশ্চিত করা।  

🌟 সুস্থতার জন্য সামগ্রিক পন্থা, শারীরিক, মানসিক এবং মানসিক স্বাস্থ্যের উপর ফোকাস করা, যার মধ্যে স্ব-যত্ন, মোকাবিলা করার পদ্ধতি এবং স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য টিপস। 

 

 

অনামিকায় আমরা বিশ্বাস করি যে জ্ঞান (Knowledge), সমর্থন (Support) এবং সহানুভূতি(Compassion) হল এইচআইভি/এইডস মোকাবেলায় শক্তিশালী হাতিয়ার। একসাথে, আমরা সকল বাধা ভেঙ্গে দিতে পারি, বৈষম্য দূর করতে পারি এবং এমন একটি বিশ্ব গড়ে তুলতে পারি যেখানে HIV/AIDS দ্বারা আক্রান্ত প্রতিটি ব্যক্তি মর্যাদা ও সুস্থতার সাথে জীবনযাপন করতে পারে। 

 

আমাদের সাথে যোগ দিন এবং পরিবর্তনের অংশ হোন। আসুন সচেতনতা বাড়াই, ভুল ধারণাকে চ্যালেঞ্জ করি এবং এমন একটি সমাজ তৈরি করি যেখানে প্রত্যেকের সাথে শ্রদ্ধা, বোঝাপড়া এবং ভালবাসার সাথে আচরণ করে। 

Hotline: +৮৮০ ১৯০২২২২২২২