অসমতা দূর করি, এইডসমুক্ত বিশ্ব গড়ি

এইচআইভি/এইডস সম্পর্কিত প্রাথমিক তথ্য

এইচআইভি কী-

এইচআইডি এর পূর্ণাঙ্গ ইংরেজি রূপ হলো Human Immunodeficiency Virus (HIV)। এটি অতি ক্ষুদ্র এক বিশেষ ধরনের ভাইরাস ।
এটি এক ধরনের RNA ভাইরাস। এ ভাইরাসটি প্রধুমাত্র মানবদেহে এবং মানুষের রক্ত এবং রক্তজাত উপাদানে বেঁচে থাকতে পারে। এবং এইচআইভি নির্দিষ্ট কয়েকটি উপায়ে মানবদেহে প্রবেশ করে দেহের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়।

Anamika
Anamika

ভ্রান্ত ধারনা ও কুসংস্কার

এইচআইভি ছড়ানো সংক্রান্ত ভ্রান্ত ধারণাসমূহ:

  • এইচআইভি একটি ছোঁয়াচে ভাইরাস;
  • হাঁচি/কাশির মাধ্যমে ছড়ায়;
  • খাদ্য ও পানির মাধ্যমে ছড়ায়;
  • মশার কামড়ে ছড়ায়;
  • একই পুকুর, গোসলখানা, পায়খানা ব্যবহারের মাধ্যমে ছড়ায়; এবং
  • এইচআইভি শুধু যৌনকর্মী, বহুগামী ও সমকামীদের মাধ্যমে ছড়ায় ।

ঝুঁকিপূর্ণ আচরন

প্রত্যেক দেশ, অঞ্চল, সংস্থা অথবা প্রকল্প তাদের কাজের সুবিধার্থে লক্ষিত জনগোষ্ঠীর সংজ্ঞা (ওয়ার্কিং ডেফিনিশেন) ঠিক করে থাকেন। কারণ এই সংজ্ঞায়িত করার ফলে একদিকে যেমন লক্ষিত জনগোষ্ঠীকে সহজেই চিহ্নিত করা যায়, ঠিক তেমনি,অন্যদিকে তাদের জন্য কার্যকর কর্মসূচী সহজেই পরিকল্পনাও করা যায় । যার ফলে মান সম্মত সেবা দেয়া সম্ভব হয়।

 

Anamika
Anamika

এইচআইভি পরীক্ষা এবং সেবা (HTS)

এইচআইভি সংক্রমণের প্রায় ৪০% এমন লোকদের দ্বারা সংক্রামিত হয় যারা জানেন না যে তাদের  ভাইরাস আছে।  যাদের এইচআইভি নির্ণয় করা হয়নি তাদের জন্য, স্বাস্থ্যকর জীবন বজায় রাখার এবং এইচআইভি সংক্রমণ প্রতিরোধ করার প্রথম ধাপ হল পরীক্ষা।
এইচআইভি প্রতিরোধ এবং এইচআইভি ও এইডস সম্পর্কিত সেবা কার্যক্রমে পরীক্ষা ও সেবা প্রদান একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কাউন্সিলিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। 

Hotline: +৮৮০ ১৯০২২২২২২২