অসমতা দূর করি, এইডসমুক্ত বিশ্ব গড়ি

ভ্রান্ত ধারনা ও কুসংস্কার

Anamika

এইচআইভি ছড়ানো সংক্রান্ত ভ্রান্ত ধারণাসমূহ:

  • এইচআইভি একটি ছোঁয়াচে ভাইরাস;
  • হাঁচি/কাশির মাধ্যমে ছড়ায়;
  • খাদ্য ও পানির মাধ্যমে ছড়ায়;
  • মশার কামড়ে ছড়ায়;
  • একই পুকুর, গোসলখানা, পায়খানা ব্যবহারের মাধ্যমে ছড়ায়; এবং
  • এইচআইভি শুধু যৌনকর্মী, বহুগামী ও সমকামীদের মাধ্যমে ছড়ায় ।

 

এইচআইভি সম্পর্কিত আরো কিছু সম্পূরক ধারনা ও তথ্যঃ

 ১/ মশার কামড়ে এইচআইভি ছড়াতে পারে কী? কিভাবে পারে অথবা পারেনা?

 না, মশার কামড়ে এইচআইভি ছড়ায় না । যদি ছড়াতো তাহলে শিশুদের এবং একই পরিবারের সকলের এইচআইভি সংক্রমণ একই সংগে হতো। তা ছাড়া মশা দেহ থেকে রক্ত নেয়, দেয়না। 

গবেষণায় দেখা গিয়েছে যে, মশার দেহে এইচআইভি জীবাণু থাকতে পারে না এবং মশার লালাগ্রন্থিতে এ ভাইরাসটি যায়না । ফলে ম্যালেরিয়ার জীবাণু যে পদ্ধতিতে মানবদেহে প্রবেশ করে এইচআইভির জীবাণু সে পদ্ধতিতে প্রবেশ করতে পারেনা । ফলে সিরিঞ্জের মাধ্যমে এইচআইভি যেভাবে ছড়ায়, মশার কামড়ে তা সেভাবে ছড়াতে পারেনা ।

 

২/  নাপিতের কাছে সেভ করা এবং শরীরে উল্কি (Tattoo) আঁকা এইচআইভি সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ কী? অন্যের ব্যবহৃত রেজার ব্যবহারে কোন ঝুঁকি আছে কী ?

সাধারণত কোন ঝুঁকি নেই। তবে, একজন নাপিত যদি কোন এইচআইভি সংক্রমিত ব্যক্তির সেভ করার সময় শরীরের কোন অংশ কেটে ফেলে এবং রেডে/রেজারে যদি রক্ত থাকে এবং তা শুকানোর আগে একই রেড/রেজার দিয়ে পুনরায় অন্য আরেকজনের শরীরের কোন অংশ কেটে ফেলে এবং ব্লেডে/রেজারে যে তাজা রক্ত ছিল, তা যদি কাটা স্থান দিয়ে প্রবেশ করে, তখন অন্যজনেরও এইচআইভিতে সংক্রমিত হওয়ার ক্ষীণ আশংকা থাকে। 

তবে সচরাচর এ রকম ঘটে না । অনুরূপভাবে অপরিশোধিত যন্ত্রপাতির মাধ্যমে শরীরে উল্কি আঁকা, ছিদ্র করা, নাক-কান ফোঁড়ানোর মাধ্যমেও এইচআইভি ছড়ানোর ক্ষীণ ঝুঁকি থাকে ।

 

৩/ ইনজেকশনের পর, ব্যবহৃত সিরিঞ্জের সুচে অতি অল্প পরিমাণ রক্ত থাকা সত্ত্বেও এইচআইভি সংক্রমণের ক্ষেত্রে তা বিপদজনক কেন ?

সুচ বা সিরিঞ্জের ভেতর বাতাস চলচল করে না বলে লেগে থাকা রক্ত সহজে শুকায় না। এ কারণে সুচ বা সিরিঞ্জের ভেতরের অতি অল্প পরিমাণ রক্তেই এইচআইভি বা অন্য কোন রোগের জীবাণু বেঁচে থাকতে পারে অন্যের ব্যবহৃত অপরিশোধিত সুচ বা সিরিঞ্জ তাই বিপদজনক ।

 

৪/ অনিরাপদ দৈহিক সম্পর্ক স্থাপনের আগে বা পরে এন্টিবায়োটিক বা অন্য কোন ঔষধ খেলে এইচআইভি সংক্রমণের ঝুঁকি কমে যায় কী?

অনিরাপদ দৈহিক সম্পর্ক স্থাপনের আগে বা পরে এন্টিবায়োটিক বা অন্য কোন ঔষধ খেলে এইচআইভি বা অন্যান্য যৌন সংক্রমণের ঝুঁকি কমে না ।

 

৫/ অনিরাপদ দৈহিক সম্পর্ক স্থাপনের পরে সকল ধরনের শারীরিক পরিচ্ছন্নতা রক্ষা (পরিষ্কার পানি/ সেভলন ব্যবহার, প্রস্রাব করা) করা হলে এইচআইভি বা এসটিআই সংক্রমণের ঝুঁকি কমে যায় কী? 

না, এ ধরনের কোন উপায়েই সংক্রমণের ঝুঁকি কমে না ।

 

৬/ অভিবাসন (Migration) ও এইচআইভি

লক্ষ লক্ষ বাংলাদেশী আছেন যারা জীবিকা, চিকিৎসা, শিক্ষা, ব্যবসা এবং ভ্রমণের উদ্দেশ্যে প্রতি বছর দেশের ভেতরে ও বাইরে যাতায়াত করে থাকেন, অনুরূপ একই কারণে প্রচুর বিদেশী বাংলাদেশ ভ্রমণ করে থাকেন । জাতীয় এবং আন্তর্জাতিক গবেষণায় দেখা যায় এদের অনেকেরই ভ্রমণকালে অনিরাপদ যৌনকর্মে নিয়োজিত হওয়ার প্রবণতা রয়েছে । ফলে অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি সংক্রমণের একটি প্রবণতা লক্ষ্য করা যায় ।

 

৭/ খত্না (Circumcision) এবং এইচআইভি সংক্রমণঃ

 সাম্প্রতিককালে বিশ্বব্যাপী গবেষণায় দেখা যাচ্ছে যে, খত্না করা ব্যক্তিদের মধ্যে এইচআইভি সংক্রমণের হার অনেক কম । এইচআইভি প্রতিরোধের ক্ষেত্রে International AIDS Society (IAS) এবং UNAIDS/ WHO (World AIDS Conference 2006) খত্না করাকে একটি কার্যকরী এইচআইভি এবং এইডস প্রতিরোধ ব্যবস্থা হিসেবে মনে করে । তবে খৎনা করার সময় সার্জিক্যাল যন্ত্রপাতি অবশ্যই জীবাণুমুক্ত করে নিতে হবে।

 

৮/ মা থেকে শিশুতে সংক্রমণ (Mother to Child Transmission-MTCT) কী?

এইচআইভি সংক্রমিত কোন মা থেকে তাঁর সন্তানের দেহে এ ভাইরাস প্রবেশ করাকে Mother to Child Transmission (MTCT) বলা হয় । এমটিসিটি গর্ভকালীন, প্রসবকালীন এবং বুকের দুধ খাওয়ানোর সময় হতে পারে । যথাযথ চিকিৎসা ও প্রতিরোধ ব্যবস্থা না থাকলে শতকরা ২০-৪৫ ভাগ ক্ষেত্রে মা থেকে শিশুতে এইচআইভি ছড়াতে পারে ।

 

৯/ এইচআইভি সংক্রমিত ব্যক্তির এইডস হতে কত সময় লাগে ?

কোন রকম চিকিৎসা ছাড়া সাধারণত ১০ বছরের মধ্যে ৭৫% ব্যক্তির এইডস দেখা দিতে পারে । তবে পুষ্টিকর খাদ্য গ্রহণকারী সবল ব্যক্তির ক্ষেত্রে এবং এআরভি চিকিৎসা দেয়া হলে এইডস হওয়ার সময় আরও প্রলম্বিত হতে পারে ।

 

১০/ মানবদেহের বাইরে এইচআইভি বেঁচে থাকতে পারে কি?

এইচআইভি পোষক দেহের বাইরে বেশিক্ষণ বেঁচে থাকতে পারেনা । বাতাসের সংস্পর্শে এটি অল্পক্ষণের মধ্যেই ধ্বংস হয়ে যায় । অধিক তাপমাত্রায় (৫০-৬০° সে.) তীব্র অম্ল বা ক্ষারীয় অবস্থায় এবং অধিক ঘনত্বের রাসায়নিক দ্রব্যের (যেমন- ব্লিচিং পাউডার, ইথানিল ইত্যাদি) সংস্পর্শে এইচআইভি বেঁচে থাকতে পারে না ।

Hotline: +৮৮০ ১৯০২২২২২২২